ব্রাজিলে ২ কোটি ডোজ ভ্যাকসিন রফতানি করবে ভারত

0
82

ভারতে প্রস্ততকৃত করোনা ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ ব্রাজিলে সরবরাহ করা হবে। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দ্য সিঙ্গাপুর পোস্ট জানিয়েছে, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রাজিলে দুই কোটি ডোজ কোভ্যাক্সিন দেওয়ার চুক্তি করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে ব্রাজিলের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। আমরা ভ্যাকসিনের প্রথম চালান পাঠাব এপ্রিল থেকে জুনের মধ্যে। পরের চালান যাবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে।

ভারতে অনুমোদন পাওয়া দুইটি ভ্যাকসিনের মধ্যে একটি হচ্ছে কোভ্যাক্সিন, অন্যটি অক্সফোর্ডের টিকা কোভিশিল্ড যা ভারতের সেরাম ইন্সটিটিউটে উৎপাদিত হচ্ছে। এর আগে গত জানুয়ারিতে ২০ লাখ ডোজ কোভিশিল্ড ব্রাজিলে পাঠিয়েছে ভারত।

অন্যদিকে, টিকা সরবরাহের চুক্তির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, যুক্ত উদ্যোগে এই বৈশ্বিক মহামারীর মোকাবেলা করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।