ঘোলখার উচ্চ বিদ‍্যালয়ে এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৩৩%

0
112

কাজী শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ঘোলখার উচ্চ বিদ‍্যালয়ে ২০২০ এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৩৩%। মোট  ১০৫ জন পরিক্ষার্থীর মধ‍্যে পাস করেছে ৯৮ জন। জিপিএ “৫” পেয়েছেন ৬ জন।  “এ” পেয়েছেন ৪২ জন।

এ অভূতপূর্ব সাফল‍্যের পেছনে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের অবদানের কথা তুলে ধরে পরিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিটি পরিক্ষায় যেন সাফল্যের সাথে উত্তীর্ণ  হয়ে সবার মুখে হাসি ফুটাতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের গড় পাসের ৮২.৮৭ শতাংশ। যা গত বছরের চেয়ে শূন্য দশমিক ৬৭ শতাংশ বেশি। গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ।

রবিবার (৩১ মে) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসির সাধারণ ৯টি বোর্ডের পাসের হার ৮৩.৭৫ শতাংশ। মাদরাসা বোর্ডের পাসের হার ৮২.৫১ শতাংশ এবং কারাগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৭২.৭০ শতাংশ।

রাজশাহী বোর্ডের পাসের হার ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডের হার ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা বোর্ডের ৮৫.২২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডের ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৮২.৭৩ শতাংশ, বরিশাল বোর্ডের ৭৯.৭০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৮০.১৩ শতাংশ এবং সিলেট বোর্ডের পাসের হার ৭৮.৮৯ শতাংশ।