নেত্রকোনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

0
95
smart

ইকবাল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

প্রতিটি কেন্দ্রে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী থাকায় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ৮জন করে পুলিশ এবং ৮জন আনসার রয়েছে। ৫ প্লাটুন বিজিবি, ৫টি র‌্যাবের টিমসহ পুলিশের মোবাইল টিম ও ষ্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৫১, সংরক্ষিত আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৩৮ এবং নারী ভোটার রয়েছে ৩৪ হাজার ৪২৭জন। মোট কেন্দ্রের সংখ্যা ৩২টি এবং ২০৫টি বুধ রয়েছে। এছাড়াও ইভিএম মেশিনের জন্য ৩৯ জন টেকনিশিয়ান রয়েছে।