রাজশাহীর মোহনপুরে বঙ্গবন্ধু ম্যারাথনের উদ্বোধন

0
87

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া তত্ত্বাবধানে এডহক ৪০ ইষ্ট বেঙ্গল(মেকানাইজড) আয়োজনে রাজশাহী জেলা প্রশাসকের সাবিক সহযোগিতায় রাজশাহীর মোহনপুর উপজেলা ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের দৌড় অনুষ্ঠিত হয়।

এ সময় ম্যারাথনে অংশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, সহকারী কমিশনার(ভূমি) জাহিদ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ৪০ ইষ্ট বেঙ্গল বগুড়া সেনানিবাস প্রতিনিধি মেজর মনিরুজ্জামান সৈকত,ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন, অফিসার ইনর্চাজ(ওসি) তৌহিদুল ইসলাম ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মোহনপুর থানার মোড় হতে তানোর পাকা রাস্তা হয়ে মহব্বতপুর ময়ার মোড় পর্যন্ত ম্যারাথনের অংশ নেন সরকারি কর্মকর্তা,কর্মচারী, স্কুল কলেজ,শিক্ষক এবং সুধীজন । আয়োজকদের আশা, প্লে-স্টোর থেকে অ্যাপ নামিয়ে নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল ম্যারাথনে অংশ দৌড়বিদ।

এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন (এএএ) এবং অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেসের (এইমস) অনুমোদন পেয়েছে আগামী ৭ মার্চ ডিজিটাল ম্যারথান শেষ হবে।