সলংগা থানার ওসি ও এএসআই করোনায় আক্রান্ত

0
87

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড এম তাজুল হুদা এবং একই থানার সহকারী উপ-পরিদর্শক আবু রায়হান করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সকালে সলংগা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিকট থেকে নেওয়া করোনা পরীক্ষার প্রতিবেদনে উক্ত দুই কর্মকর্তার ফলাফল পজেটিভ এসেছে। উভয় কর্মকর্তাকে তাদের নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সলংগা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির জানান, কয়েকদিন আগে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে সলংগা থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার সকালে ফলাফলে উল্লিখিত দুই কর্মকর্তার করোনা শনাক্ত করা হয়েছে।

Author