শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

0
80

রাজশাহীসহ দেশের আট অঞ্চলে মৃত্যু শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাঙামাটি, শ্রীমঙ্গল, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে এবং আগামী ৭২ ঘণ্টা তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সীতাকুণ্ডুতে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।