রাজশাহী কলেজ অধ্যক্ষকে বাংলা বিভাগের বিদায় সংবর্ধনা

0
95

কামরুল হাসান,রাজশাহীঃ শিক্ষাঙ্গনের ধ্রুবতারা স্বনামধন্য রাজশাহী কলেজের প্রাণ পুরুষ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। যিনি অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজের রং বদলিয়ে রাজশাহী কলেজকে তুলে ধরেছেন দেশসেরা বিদ্যাপীঠে। অর্জন করেছে ৪বার দেশসেরা কলেজের খ্যাতাব। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের পরিবর্তনের কারিগর শেষ করবেন তার চাকুরী জীবন। এ উপলক্ষে অধ্যক্ষ হবিবুর রহমানকে বাংলা বিভাগ থেকে আবেগ ঘন বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কলা ভবনের ২০৬ নম্বর রুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে রাজশাহী কলেজের বাংলা বিভাগ।

এসময় বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক উপাধ্যক্ষ আল-ফারুক চৌধুরী, সাবেক বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা খাতুন, প্রফেসর ওলিয়র রহমান, প্রমূখ।

এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক ড. ইব্রাহীম আলী, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, শাকিলা শবনম, প্রভাষক মোস্তাফিজুর রহমান সহ অত্র বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।