হাকিমপুর পৌর নির্বাচনে জামিল হোসেন পুনরায় মেয়র নির্বাচিত

0
97

মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে দ্বিতীয় বারের মত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত । তিনি পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত (ধানের শীষ ) শাখাওয়াত হোসেন শিল্পী পেয়েছেন ৪ হাজার ৯৬৩ ভোট।

অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মিশর উদ্দিন সুজন পেয়েছেন ৩১০ ভোট, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে সুরুজ আলী শেখ পেয়েছেন ২৩১ ভোট।

ভোট গণনা শেষে রাত ৮ টার দিকে উপজেলা পরিষদের হল রুমে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ কামরুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এ দিকে পৌরসভার সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।

হাকিমপুর পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৭ জন, নারী কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন।

এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬৫ জন, নারী ভোটার ১০ হাজার ৮৬৬ জন। নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১৬৮৩৫ এর মধ্য বাতিল হয়েছে ৩৩৯ টি ভোট।