বীরগঞ্জে সূচক প্রকল্পের আবহাওয়া সূচক ভিত্তিক বীমা বিষয়ক অবহিত করন সভা

0
85

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ প্রতিনিধিঃ বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর আয়োজনে ঠাকুরগাঁও ইএসডিওর ভারপ্রাপ্ত পিপিএমএফ স্বপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।

শস্য বীমা বিষয়ে দিক নিদের্শনা বক্তব্য রাখেন রংপুর জোনের সিনজেনকা ফাউন্ডেশনের ফিল্ড কো-অডিনেটর মোঃ রফিকুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন আবহাওয়া পরিস্থিতিতে ফসলের ক্ষতিগ্রন্থ হলে আমরা কৃষকদের মাঝে বীমার টাকা প্রদান করে থাকি। যে পরিমাণেল ফসল ক্ষতি হয় সেই পরিমানেই ক্ষতি পরিশোধ করি। ২০১৮ সাল থেকে আবহাওয়া সূচক ভিত্তিক বীমা চালু করা হয়েছে।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আবহাওয়া অধিদপ্তেরের অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন সিনজেনটা ফাউন্ডেশনের প্রজেষ্ট অফিসার মোঃ রিফাত হাসান, ঠাকুরগাঁও ইএসডিও ফিল্ড কো-অডিনেটর খাতিবা রহমান, বীরগঞ্জ ইএসডিওর এক্সটেশন অফিসার মোঃ নাসিরুল ইসলাম, ইএসডিওর বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক পবির মন্ডল, সাংবাদিক মোঃ সিদ্দিক হোসেন, মোঃ আরমান আলী, তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল এসময় উপস্থিত ছিলেন সকল এনজিওর কর্মকর্তা ও কৃষকগণ।