সরাইলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
98
কাজী শফিকুল ইসলাম শিপন , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় ব৷ক্তাগণ মাদকমুক্ত সরাইল গড়ার অঙ্গীকার করেছেন। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অতীতের তুলনায় সরাইল উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।

 

সরাইল উপজেলা প্রশাসনিক চত্বরে প্রবেশের প্রধান সড়কে তীব্র যানঝটের জন্য এলোপাতারি যানবাহন পার্কিংকে দায়ী করেন বক্তাগণ। এরই প্রেক্ষিতে উক্ত সড়কের পাশে অবস্থিত সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম হতে অন্নদা মোড় সংলগ্ন বিকাল বাজার প্রবেশের সড়ক পর্যন্ত জনস্বার্থে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারি চালিত অটোরিক্সাসহ সব ধরণের যানবাহন রাস্তায় পার্কিংসহ দাঁড়ানো নিষেধ করার সর্বসম্মত সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে এলাকায় মাইকিংসহ প্রশাসনিক নজরধারী বৃদ্ধি করার জন্য সকলে একমত পোষন করেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে আজ বুধবার(২৭জানুয়ারী) দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম(মহিলা), উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু হানিফ, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নোমান মিয়া, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

এদিকে সভা চলমান থাকার একপর্যায়ে সরাইল উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান চট্রগ্রামের হাটহাজারী উপজেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলী হওয়ায় সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সভা শেষে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকনের আমন্ত্রনে আইন-শ্রংখলা সভায় উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন।