রাঙ্গাবালীতে গৃহহীন পরিবারকে ভূমি ও ঘর হস্তান্তর

0
101

এম এ ইউসুফ আলী, রাঙ্গাবালী প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৫০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা সোয়া ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদে আয়োজিত ভূমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে,,উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.জহির উদ্দিন আহম্মেদ ও উপজেলার নির্বাহী অফিসার জনাব মাশফাকুর রহমান উপকারভোগীদের ঘরের কাগজপত্র বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মান্নান হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সম্পাদক এম.সোহেল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে- দুটি শয়ণ কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা। এসব গৃহ প্রত্যেক পরিবারের জন্য আলাদা করে নির্মাণ করা হয়েছে।