নিরাপদ চিকিৎসা চাই (নি.চি.চা) শ্রীমঙ্গল শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
95

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ চিকিৎসা চাই (নি.চি.চা) শ্রীমঙ্গল শাখার উপদেষ্ঠাবৃন্দ ও সমাজের বিশিষ্ঠজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷

শনিবার(২২ জানুয়ারি) রাত ৮টায় জেলা পরিষদ হল রুমে নিরাপদ চিকিৎসা চাই(নি.চি.চা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান পাবেল এর সভাপতিত্বে এবং সাংবাদিক সাজন আহমেদ রানার সঞ্চলনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ চিকিৎসা চাই এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এম.এ.এইচ শিপলু, কেন্দ্রীয় কমিটির কার্যকরী প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রাজিউদ্দিন রাজা, নিরাপদ চিকিৎসা চাই শ্রীমঙ্গল উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক ছৈদয় মনসুল হক,উপদেষ্টা মোঃ কামাল হোসেন উপদেষ্টা বিশ্বজ্যোতি চৌধুরী ,উপদেষ্টা মসিউর রহমান রিপন,উপদেষ্টা মিতালি রায়,উপদেষ্টা মাহমুদুল হাসান মামুনসহ উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা৷

উক্ত সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি মানুষের মৌলিক অধিকার চিকিৎসা নিয়ে একদল নামধারী ডাক্তাররা কসাইয়ের মতো আচরণ করছেন। যার ফলে সাধারণ রোগীরা পড়ছেন ভোগান্তিতে এবং নিরাপদ চিকিৎসা থেকে হচ্ছে বঞ্চিত। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা দাবি জানাচ্ছি, নিরাপদ চিকিৎসা চাই কমিটি যেন ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সমাজের নামধারী কসাই সমূহ থেকে তাদের রক্ষা করতে পারেন সেজন্য আমরা এই জোড় আহ্বান জানাচ্ছি।