১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু

0
123

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ১১ ঘণ্টা পর চালু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। সোমবার সকাল সাড়ে ১০টার কিছু আগে কুয়াশার ঘনত্ব কমে এলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে রবিবার রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ যানবাহন। এতে চরমভোগান্তিতে পড়তে হয় যানবাহনের চালক ও যাত্রীদের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় সোমবার সকাল ১০টার কিছু পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।