শ্রীনগরে জাটকা মাছ জব্দ ও ১১ জেলেকে জরিমানা

0
84

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩০ কেজি জাটকা মাছ জব্দ ও নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে ১১ জেলেকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আল-আমিন বাজার ও বাঘড়া বাজারে এই অভিযান চালানো হয়।

এ সময় জাটকা বিক্রির অপরাধে মো. করন আলী, লতিফ বেপারি, হারুন বেপারী, রমজান আলী বেপারী, রুহুল আমিন (১), রুহুল আমিন (২), সাদেক বেপারী, মমিন বেপারী, জাহিদুল, আব্দুর রহমান, মতি বেপারীকে মৎস্য সুরক্ষা আইন-১৯৫০ অনুসারে প্রত্যেক জেলেকে ৩ হাজার করে টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার জেলা সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামসহ র‌্যাব সদস্যবৃন্দ।