যৌথবাহিনীর অভিযানে সুন্দরবন থেকে ২০ লাখ টাকার জাল জব্দ

0
89

আহছানুল আমীন জর্জ, খুলনা : সুন্দরবনে বিভিন্ন নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় নৌবাহিনী ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ২০ লাখ টাকার জাল জব্দ করা হয়। ১৩ জানুয়ারী বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর এম হাবিবুর রহমান (এমসিপিওএক্স) এবং শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার জানান, ব্যবহার নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্যজীবীরা সুন্দরবনের খোলপেটুয়া নদীতে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত নদীতে অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৬ ঘন্টার এ যৌথ অভিযানে সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে মৎস্যজীবীদের ব্যবহৃত জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা। পরে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্যজীবীদের সতর্ক করে দেয়া হয়েছে বলে তিনি জানান।