সৈয়দপুরের মেয়র প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু; মেয়র পদের ভোট স্থগিত

0
81

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মেয়র প্রার্থীর করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগন্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন সরকার (ভজে) ইন্তেকাল করেছেন।

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সৈয়দপুর পৌরসভার ৪বারের মেয়র ও ১৬জানুয়ারি অনুষ্ঠিতব্য সৈয়দপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪জানুয়ারি) সকাল সোয়া ৭টায় মৃত্যুবরণ করেছেন।

তিনি একবার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং এমপি ও পর পর চার বারের বিএনপির থেকে মেয়র নির্বাচন হন।

এসময় নীলফামারী সৈয়দপুরে মেয়র প্রার্থীর আমজাদ হোসেন ভজের মৃত্যুতে মেয়র পদের ভোট স্থগিত জানিয়েছেন রিটার্নিং অফিসার ফজলুল করিম।