সুন্দরগঞ্জ আ ম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে চান্স পেল ২ মেয়ে শিক্ষার্থী!

0
68

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ করোনা সংকটের জন্য চলতি বছর দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লিখিত পরীক্ষার পরিবর্তে লটারিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

গতকাল সোমবার অনলাইনে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে ২ জন মেয়ে শিক্ষার্থী চান্স পেয়েছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত অনেক পুরোনো সরকারী এ বালক বিদ্যালয়টিতে এবারই প্রথম মেয়ে শিক্ষার্থীর নাম দেখে অনেকেই উম্মা প্রকাশ করেছেন।

সুন্দরগঞ্জ এ এম সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে জানা যায় ওই দুই মেয়ে শিক্ষার্থীর একজন হলো মোছাঃ মারুফা আকতার ছোয়া যার আইডি নাম্বার ২০০৮৩২২৯১০৬০০২১৫২ এবং অপর শিক্ষার্থী হলো মোছাঃ গার্বিয়া আকতার, যার আইডি-২০০৯৩২২৭৭০৩০৬৩।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলামের সাথে কথা তিনি  বলেন,’ বালক বিদ্যালয়ে মেয়ে কিভাবে চান্স পেল তা আমি জানি না। ওই দুই শিক্ষার্থীর বাড়ি কোথায় তাও জানি না। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’