ভেদরগঞ্জে মরা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে কসাই গ্রেপ্তার

0
84

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুর থানাধীন ডিএমখালি বাজারে মরা গরু জবাই করে গোশত বিক্রির সন্দেহের অভিযোগে মহন কসাই (৫৫) নামের এক গোশত বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক মহন কসাইর বাড়ি সখিপুর ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে।

স্থানীয় লোকজন জানায়, হয়তো গোশত বিক্রেতা মহন কসাই খুব অল্প দামে অসুস্থ হয়ে মরে যাওয়া একটি গরু ক্রয় করেন। পরে সোমবার সকালে ডিএমখালি বাজারে গোশত বিক্রি করতে আসলে স্থানীয় লোকজন সখিপুর থানা পুলিশ জানান। দুপুর ১২টার দিকে সখিপুর থানা পুলিশ মরা গরুর গোশত বিক্রির অভিযোগে মহন কসাইকে গ্রেপ্তার করে।

সখিপু থানার (এসআই) আতিউর রহমান জানান, স্থানীয় লোকজনের তথ্যের পরিপ্রেক্ষিতে মহন পাজুরি কসাইকে আটক করা হয়েছে। তবে মরা গরুর বিষয়ে এখনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আমরা গোশত পরিক্ষা করার জন্য ভেদরগঞ্জ উপজেলা প্রানি সম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ জানান, মরা গরুর গোশত কি-না তা শনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।