ধামরাইয়ে হার্ডিঞ্জ সরকারি বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম উদ্বোধন

0
97

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারনে মেধা তালিকায় যাচাই বাচাই সুযোগ না থাকায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে লটারীর মাধ্যমে ভর্তি হবে।

সোমবার (১১ই জানুয়ারি -২০২১ খ্রীঃ) বিকেল ৪টা থেকে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর হল রুমে লটারীর কার্যক্রম উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক।

এ’সময আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইসরাক রহমান,উপজেলা একাডেমি সুপার ভাইজার আইরিন সুলতানা, ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হযরত আলী,শিক্ষক মোঃ শহীদুল্লাহ্, ও শিক্ষক মোঃ মুখলেছুর রহমান প্রমূখ।
৬ষ্ঠ শ্রেণীর থেকে ৯ম শ্রেণীতে ভর্তির জন্য ১৩২৬ টি আবেদন জমা পরে । কিন্তু ৬ষ্ঠ শ্রেণী ৩০০ জন,সপ্তম শ্রেণীতে ১০ জন,৮ম শ্রেণীতে ১৭ জন,নবম শ্রেণীতে ২৮ জন শিক্ষার্থী ভর্তি হইতে পারবে। ১৩২৬ জন আবেদনের প্রেক্ষিতে সর্বমোট ৩৫৫ জন শিক্ষার্থী ভর্তি হইতে পারবে। পৌর শহরে প্রাণ কেন্দ্রে হার্ডিঞ্জ সরকারি স্কুলে সন্তানদের ভর্তি করানোর আশায় অভিভাবকরা লটারি জয়ের অপেক্ষায় প্রহর গুনছে।

ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয ও কলেজের মাঠচ আবেদনকারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগন অপেক্ষা করছে লটারির ফলাফল জানার জন্য। হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রানবন্ত দেখাচ্ছে হার্ডিঞ্জ বিদ্যালয়ের মাঠ।