অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে শিশুসহ ৩ জন আটক

0
81

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে ৪মাসের শিশুসহ ৩ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

সোমবার দুপুরে এক প্রেস ব্রেফিংয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন জানান,রবিবার ভোরে উপজেলার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৫১ হতে আনুমানিক ১.৫ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা কলনীপাড়া পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ২ জন পুরুষ,১জন নারী ও ৪মাসের শিশুকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে আটক করা হয়

। আটককৃতরা পার্শ্ববর্তী যশোর জেলার শার্শা উপজেলার গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আসানুর জামান (১৮),সদর উপজেলার নলদিরচর গ্রামের রাজিব মোল্লার স্ত্রী প্রিয়াংকা খানাম (১৮) ও ৪ মাসের শিশু পুত্র সামিউল মোল্লা।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে বিনাপাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।