পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট

0
116

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের‌ অনুরোধে শুক্রবার (৮ জানুয়ারি) পি কে হালদা‌রের বিরুদ্ধে রেড নো‌টিশ জারি করে ইন্টারপোল। এরআগে, গত বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে রেড অ্যালার্ট জারির খবর প্রকাশিত হয়েছিল। তবে তা সঠিক ছিল না। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খোলসা করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছিল। উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে পি কে হালদারের ‍বিরুদ্ধে। বর্তমানে তিনি বিদেশে আত্মগোপনে আছেন।