ঠাকুরগাঁওয়ের ১৫ শিক্ষককে দুদকে তলব

0
107

জে, ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দুর্নীতির দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের ১৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে গুরুত্বপূর্ণ নানা অভিযোগের ভিত্তিতে দুদকে তলব করা হয়েছে।

এ ব্যপারে গত ৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদক এর সে চিঠি থেকে জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক দুর্নীতি, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, শিক্ষক হয়রানি, প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও বৃত্তি পাইয়ে দেওয়াসহ নানারকম অভিযোগে অভিযুক্ত ১৫ জন শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়।

দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন- সঞ্জীব কুমার বর্মন, এ কে এম মিজানুর রহমান, ইয়াসিন আলি, আজহার আলী, প্রফুল্ল কুমার বর্মন, রমজান আলী, গৌরাঙ্গ দাস, আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, রফিকুল ইসলাম, ইমাম গাজ্জালী, জহরুল ইসলামসহ মোট ১৫ জন।