মির্জাপুরে ১৮ অবৈধ চুল্লি ধ্বংস; অর্ধলক্ষ টাকা অর্থদন্ড

0
105

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ  টাঙ্গাইলের মির্জাপুরে পাহাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ১৮টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চুল্লিগুলো গুড়িয়ে দেয়া হয় এবং এ কাজের সাথে জড়িত থাকার দায়ে ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে কয়লা ব্যবসায়ী মো. বিল্লাল হোসেনকে অর্ধলক্ষ (৫০ হাজার) টাকা অর্থদন্ড দেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। সেইসাথে ১২ লাখ টাকার অবৈধ কাঠ কয়লাও ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, দেশের সম্পদ রক্ষার্থে এবং অবৈধ সকল কাজের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।