মিশর প্রবাসীদের আয়োজনে ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
169

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মিশরের প্রবাসী বাংলাদেশীরা বিজয় দিবস উদযাপন করতে মিশর প্রিমিয়ার লীগ (এমপিএল)’র আয়োজন করেন। এতে মোট ৩ টি দলে অংশগ্রহণ করেছিলেন। অংগ্রহনকারী সব খেলোয়ার প্রবাসী বাংলাদেশী। মিসরের খাইরু সোকনা খেলার মাঠে অনুষ্ঠিত পুরো টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১লা জানুয়ারি) মিসর প্রিমিয়ার লিগে (এমপিএল)’র ফাইনাল ম্যাচটি মিশর স্থানীয় ২.৩০ মিনিটে শুরু হয়। লীগে টিয়াপাখি দল চ্যাম্পিয়ন ও কলাবাগান দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। টসে জিতে টিয়াপাখি দলের অধিনায়ক জিহাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এবং কলাবাগানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।

কলাবাগান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে মোট ৬৭ রাত করতে সমর্থ হয়। কলাবাগানের হাফিজ উদ্দিন সর্বোচ্চ ২২ রান করেন। বাকীদের মধ্যে কামাল ১২ রান ছাড়া বাকীরা কেউ দুই অংকের কোটায় পৌছাতে পারেনি।

টিয়াপাখি দলের পক্ষে সাগর মিয়া ৩ ওভার বল করে মোট ৮ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নেন। এ ছাড়া মমিন ২টি, জিহাদ ১টি করে উইকেট পান। বাকীরা রান আউটের ফাঁদে পড়ে প্যাবিলয়ে লজ্জার অবস্থান নেন।

জবাবে টিয়াপাখি দল ৬৮ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে ৯.১ ওবারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌছে যান।

দলের পক্ষে শরিফ ৪টি ছয় উপর ভর করে সর্বোচ্চ ২৫ রান করেন। সহজ রান তাড়া করতে গিয়ে টিয়াপাখি দলের ৮ম অভারে তিনটি উইকেট পতনের পর জয় প্রায় অনিশ্চিত হয়ে উঠেছিলো। তারপর মনিনের দায়িত্বশীল ব্যাটিয়ে টিয়াপাখি দলকে জয় এনে দেয়। মনিনের ব্যাট থেকে আসে ১১টি মূল্যবান রান।

এসময় মিশরের স্থানীয় শতশত দর্শক সহ প্রবাসী বাংলাদেশীরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

পুরো লীগ ব্যাপী ভাল খেলায় ম্যানঅপ দ্যা সিরিজ নির্বাচিত হন কলাবাগান দলের কামাল হোসেন। তিনি ব্যাক্তিগত ভাবে সর্বমোট ১৫টি উইকেট ও ৩৭ রান করেন। ম্যান অপদ্যা ম্যাচ নির্বাচিত হন সাগর।

সব চেয়ে বেশি উইকেট পেয়ে সেরা উইকেট পাবার পুরস্কার পান কামাল হোসেন। সব চেয়ে বেশি রান করে সেরা রান করার পুরস্কার পান হাফিজ। তিনি ব্যাক্তিগত কলাবাগান দলের হয়ে সর্বমোট ৯৮টি রান করেন।
সেরা ফিল্ডার লাল দলের এমারত ও একই দলের সারোয়ার হেসোন সেরা অধিনায়ক নির্বাচিত হন।

বিজয়ী টিয়াপাখি দলের টিম ম্যানেজার ছিলেন হাসান আহম্মেদ। এবং রানার্সআপ দলের টিম ম্যানেজার ছিলেন টিম তোফাজ্জল হোসেন।

লীগ পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রবাসী মোঃ সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ রফিক ফকির, খোকন মিয়া, সাইমন মিয়া প্রমূখ।