এপ্রিলে হতে পারে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

0
199

আগামী এপ্রিলে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজটি হওয়ার সম্ভাবনা জেগেছে। নতুন বছরের শুরুতে ইংল্যান্ডকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে লঙ্কানরা। এর পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে চায় শ্রীলঙ্কা।

সূচি অনুযায়ী সিরিজটি গত জুলাইয়ে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়। এরপর লঙ্কান বোর্ডের আগ্রহেই সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেবারও কোয়ারেন্টিন ইস্যুতে পিছিয়ে যায়। এবার নতুন করে সিরিজটি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর জন্য টার্গেট করা হয়েছে এপ্রিল মাসকে।

গতকাল সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কা সফরের ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। মূলত প্রস্তাবটি ওদের থেকে এসেছে। আগেরবার আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু সিরিজটা হয়নি। এরপর আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে, সে অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ খেলব এবং তার সঙ্গে যদি অন্য কিছু যুক্ত হয়, আমাদের সূচিতে ওই জায়গাটা যদি পাওয়া যায়, সেভাবেই আমরা কাজ করে নেব। এই মুহূর্তে এপ্রিলকে টার্গেট করা হচ্ছে। ওই সময় একটা স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি।’

এদিকে করোনা বিরতি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাচ্ছে বাংলাদেশ। এ ব্যাপারে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা খুব সফলভাবে দুটি টুর্নামেন্ট করেছি। আমরা মোটামুটি জানি যে কোন জায়গায় আমাদের কঠোর হতে হবে, কোন জায়গাগুলোয় বেশি নজর রাখতে হবে। সেগুলো বিবেচনা করেই আমরা একটা সভা করেছি। আমরা সবাই বেশ আত্মবিশ্বাসী। যেহেতু আগেরগুলো ছিল তিন দল এবং পাঁচ দলের প্রতিযোগিতা, এখন দুই দলের সিরিজটা আমাদের জন্য অনেক সহজ হবে, যদিও এটি আন্তর্জাতিক সিরিজ। আমরা চেষ্টা করব প্রোটোকলগুলো ঠিকভাবে পালন করার।’