ডি সিলভার চোটে চিন্তিত শ্রীলংকা

0
90

শ্রীলংকার টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলে দিলেন ধনঞ্জয়া ডি সিলভা। ঊরুর পেশিতে চোট পাওয়া এই তারকা ব্যাটসম্যানকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শনিবার ব্যাটিংয়ে নেমে ৫৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারী শ্রীলংকা। দলের এমন বিপর্যয়ে দিনেশ চান্দিমালের সঙ্গে হাল ধরেন ডি সিলভা।

১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি অবস্থায় ডি সিলভার ঊরুর পেশিতে টান লাগে। ব্যথা অনুভব করায় দলীয় ১৮৫ ও ব্যক্তিগত ৭৯ রানে মাঠ ছাড়েন শ্রীলংকান এই তারকা ব্যাটসম্যান। এরপর আর মাঠে নামা হয়নি তার। প্রথম ইনিংসে ডি সিলভা, দিনেশ চান্দিমাল ও দাসুন শানাকার ৭৯*, ৮৫ ও ৬৬* রানের ইনিংসে ভর করে ৩৯৬ রান করে সফরকারী শ্রীলংকা।

রোববার ডি সিলভা জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে শ্রীলংকার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আমরা সিলভার পেশিতে এমআরআই করে দেখব কী অবস্থা। আশা করি সে খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে মাঠে ফিরবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৩ জানুয়ারি জোহানেসবার্গে শুরু হবে।