উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভালো অবস্থানে নিউজিল্যান্ড

0
85

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে শতরান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। তাঁর সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করেছে ৪৩১ রান। রবিবার দিনের শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। অর্থাৎ, দ্বিতীয় দিন শেষে ৪০১ রানে এগিয়ে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। তাঁদের ব্যাটে শুরুটা ভালোই করেছিল কিউই বাহিনী। নিকোলস (৫৬ রান) ফিরলে রান তোলার দায়িত্ব তুলে নেন ওয়াটলিং (৭৩ রান)। উইলিয়ামসনের (১২৯ রান) সঙ্গে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। টেলএন্ডারদের সাহায্যে ৪০০ রানের গণ্ডি পার করে কিউইরা।

দিনের শুরুটা ভালো করেছিলেন ব্যাটসম্যানরা, শেষটা করেন বোলাররা। পাকিস্তানের ইনিংসের ২০ ওভারে তাঁরা দিয়েছেন মাত্র ৩০ রান। ওপেনার শান মাসুদকেও (১০ রান) ফিরিয়ে দিয়েছেন পেসার কাইল জেমিসন। পাকিস্তানের বোলারদের মধ্যে সফল শাহীন আফ্রিদি। তিনি নিয়েছেন ৪ উইকেট। তার পরেই ৩ উইকেট নিয়ে রয়েছেন ইয়াসির শাহ।