সবুজ গালিচায় মুগ্ধতা ছড়াচ্ছেন উইলিয়ামসন

0
105

কদিন আগেই হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫১ রানের ইনিংস খেলেছিলেন কেইন উইলিয়ামসন। এবার পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইর সবুজ গালিচায় মুগ্ধতা ছড়াচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক। সবুজ ঘাসে ভরা উইকেটে উইলিয়ামসনের দৃঢ়তায় বক্সিং ডে টেস্টের প্রথম দিন দাপট দেখাল স্বাগতিকরা।

আজ শনিবার দুই ম্যাচ সিরিজের টেস্টে আগে ব্যাট করতে নেমে তিন উইকেটে ২২২ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। দিন শেষে ৯৪ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন ও ৪৩ রানে আছেন হেনরি নিকোলস। ৯৪ রান তুলতে ২৪৩ বল খেলেছেন স্বাগতিক অধিনায়ক। ধীরে-সুস্থে সামলেছেন পাকিস্তানি পেসারদের। তাঁর দারুণ ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।

অথচ দিনের শুরুটা ছিল পাকিস্তানের দখলে। টস জিতে বোলিং নেন পাকিস্তান অধিনায়ক। ইনিংসের তৃতীয় বলেই শাহীন শাহ আফ্রিদির করা ডেলিভারি তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার টম ল্যাথাম। দলীয় ১৩ রানের মাথায় আরেক ওপেনার টম ব্ল্যান্ডেলকেও আউট করেন আফ্রিদি। নড়বড়ে শুরুর পর নিউজিল্যান্ডের হাল ধরেন উইলিয়ামসন ও টেইলর। যদিও ১৮ রানের মাথায় জীবন পান স্বাগতিক অধিনায়ক।

এরপর মাথা ঠান্ডা রেখে দিনের বাকি অংশ খেলে যান উইলিয়ামসন। উইকেটে থিতু হয়ে ১৫০ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। আরেক ব্যাটসম্যান রস টেইলর হাফসেঞ্চুরি স্পর্শ করেন ১২৭ বলে। এরপর ১৫১ বলে ৭০ রান করে ফেরেন তিনি। ভাঙে ১২০ রানের জুটি। সেই জুটিও ভাঙেন আফ্রিদি। বাকি সময় নিকোলসকে নিয়ে টানেন উইলিয়ামসন। দুজনের অবিচ্ছন্ন ৮৯ জুটিতে প্রথম দিন শেষে স্বস্তিতে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৮৭ ওভারে ২২২/৩ (ল্যাথাম ৪, ব্ল্যান্ডেল ৫, উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, নিকোলস ৪২*; আফ্রিদি ২০-৫-৫৫-৩, আব্বাস ২১-১১-২৫-০, ফাহিম ১৩-৫-৩০-০, নাসিম ১৫-১-৫১-০, ইয়াসির ১৬-২-৫৬-০, মাসুদ ২-১-২-০)।