ভ্যাট নিবন্ধন ছাড়াই চলছে এলপিজি কনভার্সন ব্যবসা

0
75

রাজধানী মোহাম্মদপুরে দুটি প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

প্রতিষ্ঠান দুটি হলো, জেন এয়ার টেকনোলোজি ও জেন এয়ার (বিডি) লিমিটেড।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ভ্যাট নিবন্ধন ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে এলপিজি কনভার্সনের ব্যবসা পরিচালনা করায় ভ্যাট গোয়েন্দা দল অভিযান চালিয়েছে। এতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। বুধবার অভিযানটি পরিচালনা করা হয়।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠাটির মোহাম্মদপুরের ঠিকানায় গত চার মাসে প্রায় এক কোটি টাকার বিক্রয় তথ্য উদ্ধার করা গেছে। এই সেবার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে জব্দকরা ভ্যাট সংক্রান্ত দলিলাদি আরো যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্যাট গোয়েন্দারা জানায়, এক সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দারা বুধবার অভিযানটি পরিচালনা করে। সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন এতে নেতৃত্ব দেন। অভিযানে একই ঠিকানায় তাদের দুটো ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া যায়। এদের মালিক একই ব্যক্তি। অভিযানে প্রতিষ্ঠান দুইটি ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা করা এবং বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে।

কাশেম রনি নামের ওই ব্যক্তি অভিযোগে বলেন, ‘আমি কনভার্সন চার্জ বাবদ ৫০ হাজার টাকা দিলে প্রতিষ্ঠান আমাকে একটা কাঁচা ক্যাশমেমো দেয়। আমি ভ্যাট চালান মূসক-৬.৩ চাইলে তারা নানান টালবাহানা করতে থাকেন। পরে আমার আরো সন্দেহ হয়। তারা ভ্যাট ফাঁকির সাথে জড়িত। আমি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা প্রত্যাশা করছি।’

সংস্থাটি জানায়, প্রতিষ্ঠান দুটি স্ট্যাগ, সিজিএস, রকল ও এটলাস কপকো নামের চারটি ব্রান্ডের গাড়ির এলপিজি কনভার্সন করে থাকে। প্রতি গাড়িতে তারা ক্রেতার কাছ থেকে ৫০-৬০ হাজার টাকা সেবামূল্য গ্রহণ করে। অভিযানে ওই ঠিকানায় গোয়েন্দারা তাদের ভ্যাট নিবন্ধন দেখতে পাননি।

সংশ্লিষ্ট মোহাম্মদপুর ভ্যাট সার্কেলে যাচাই করে দেখা যায়, ওই সার্কেলে বিগত মাসগুলোতে প্রতিষ্ঠান দুটির কোনো রিটার্ন জমা হয়নি। গোয়েন্দা দলের কাছে তারা এ সংক্রান্ত স্বীকারোক্তিও দিয়েছে।

অভিযানকালে কাগজপত্র যাচাইয়ে প্রাথমিকভাবে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

গোয়েন্দার দল অনুসন্ধানে দেখতে পান, উক্ত প্রতিষ্ঠানের নামে চট্টগ্রামের ঠিকানায় নিবন্ধন রয়েছে। এদের মূসক নম্বর ০০২৫২৬৭২৫-০৫০৫, ০০১৯১৮৬২৭-০৫০৫। তবে রাজধানীর মোহাম্মদপুরের ব্যবসা ওই নিবন্ধের অন্তর্ভুক্ত নয়। ভ্যাট আইন অনুসারে, একই মালিকানাধীন ভিন্ন ঠিকানায় একই নিবন্ধের আওতায় ইচ্ছুক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় নিবন্ধন নিতে হবে এবং সবগুলো ব্যবসা অনলাইন ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করে মাসিক রিটার্ন জমা দিতে হবে।

গোয়েন্দার দল প্রতিষ্ঠানের কর্মচারীদের সহযোগিতায় সংরক্ষিত বাণিজ্যিক দলিলাদি এবং হিসাব শাখার কম্পিউটারে রক্ষিত সেবা বিক্রি সংক্রান্ত তথ্যাদি জব্দ করেছেন। প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠাটির মোহাম্মদপুরের ঠিকানায় গত ৪ মাসে প্রায় এক কোটি টাকার বিক্রয় তথ্য উদ্ধার করা গেছে। এই সেবার উপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হতে জব্দকৃত ভ্যাট সংক্রান্ত দলিলাদি আরো যাচাই-বাচাই করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।