নওগাঁ বাউলের সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষ্টুডিওর শুভ উদ্বোধন

0
99

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‘লোকে বলে লালন কি জাত সংসারে’। ‘সে আর লালন এক ঘরে রয়, তবু লক্ষ যোজন দূরে। এ ভাবেই একটির পর একটি গান শীতের কুয়াশা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত শুনছিলেন দর্শক- শ্রোতারা। অনুষ্ঠানের আয়োজক ছিলো নওগাঁ বাউল।

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁ মুক্তির মোড় কেদ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা, সংস্কৃতিক অনুষ্ঠান ও ষ্টুডিও নওগাঁ বাউলের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁ বাউলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব ফিতা কেটে ‘ষ্টুডিও নওগাঁ বাউল’ উদ্বোধন করেন।

মঙ্গলবার বিকেলে মুক্তির মোড় কেন্দ্রিয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইতিহাস
গবেষক কবি আতাউল হক সিদ্দিকী, আবর্তন সম্পাদক প্রফেসর শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারি, সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি এ্যাড. মহসীন রেজা, বাসদ নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল সংগঠনের সাধারন সম্পাদক আর্টি রেজভীসহ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নয়ন হোসেন। সন্ধ্যায় ২৭টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা সংগীত পরিবেশন করেন।