খালেদার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘ফিরোজা’য় শীর্ষ নেতারা

0
114

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় গেছেন দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ওই নেতারা ‘ফিরোজা’য় প্রবেশ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শুভেচ্ছা বিনিময়ে মির্জা ফখরুলের সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

উল্লেখ্য, গতবছর কোরবানির ঈদে বেগম জিয়া কারাবন্দি থাকায় কারা কর্তৃপক্ষের অনুমতি না মেলায় দলীয় নেত্রীর সঙ্গে দেখা হয়নি শীর্ষ নেতাদের। কিন্তু এবছর বেগম জিয়া গুলশানের বাসাতেই ঈদ করছেন। কিন্তু তারপরও বর্তমান করোনা পরিস্থিতিতে নেত্রীর সঙ্গে ঈদের দিন দেখা হচ্ছে কি হচ্ছে না, শুভেচ্ছা বিনিময় হচ্ছে কি হচ্ছে না- তা নিয়ে অনিশ্চয়তা ছিল।