চলচ্চিত্রের নতুন মুখ সামিয়া অথৈ

0
109

এ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেত্রী সামিয়া অথৈ। বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্ম, মেগা সিরিয়াল- প্রতিটি ক্ষেত্রে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন এই তরুণ তুর্কী। নজরকাড়া অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অথৈ। তাই তো ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তার অভিষেক হতে চলেছে বড় পর্দায়।

সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সামিয়া অথৈ৷ এই ছবিটি নির্মাণ করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। ছবির গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। সেই গল্প থেকে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি।

এই ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা অ্যাগনেস ক্রুজ প্রমুখ।

সামিয়া অথৈ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল চলচ্চিত্রে কাজ করব। অবশেষে ‘দামাল’ ছবির মাধ্যমে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। বড় পর্দায় ক্যারিয়ারের শুরুতেই ভালো একটি ছবিতে যুক্ত হতে পেরে ভালো লাগছে। এর জন্য ইমপ্রেস টেলিফিল্ম ও রায়হান রাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ। অভিনয়ের মাধ্যমে সবার প্রিয় একজন অভিনেত্রী হতে চাই।’

ঢালিউডের এই নতুন সদস্য আরও বলেন, ‘এতো সুন্দর একটা গল্পের সিনেমায় আমাকে নিয়ে ভাবনার জন্য, নিজের চরিত্র ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করছি। বাসায় নিজেই ফুটবল খেলার প্রাকটিস করছি। এমনিতেই ছোটবেলা থেকেই আমার খেলাধুলার প্রতি একটা নেশা আছে। সবমিলিয়ে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’

অভিনেত্রী এও জানান, ‘ভিন্নধর্মী ভালো গল্পের নিরীক্ষাধর্মী ও চ্যালেঞ্জিং যে কোনো ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই। একইসঙ্গে বাণিজ্যিক ও গল্পনির্ভর সব ধরনের সিনেমাতেও নিয়মিত কাজ করার ইচ্ছা। একটা নির্দিষ্ট গন্ডিতে আটকে থেকে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ কম। তাই নিজেকে বারবার ভাঙতে চাই।’