টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত,বাবা-ছেলে আহত

0
115

আশিকুর রহমান,টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।এঘটনায় মোটরসাইকেলে থাকা অারোও দুই যাত্রী আহত হয়েছে।আহত দুইজন সম্পর্কে বাবা-ছেলে।রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সিরাজগঞ্জ জেলার সরকার পাড়া গ্রামের মুশারফ হোসেনের ছেলে। মো. আজিম উদ্দিন (৩৪) নিহত হয়েছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল ভাড়া করে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ঢাকার জিরানী বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরত্বর ভাবে আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলের চালক আ. আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার কান্দিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মো. শাকিল (২২) গুরত্ব আহত হয়।