অস্ত্রোপচারের জন্য দুবাই যাচ্ছেন মুমিনুল

0
78

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‍মুমিনুল হককে দলে ভিড়িয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। তবে চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে মাঠের বাইরে ছিটকে পড়তে হয় তাকে। সুস্থ হওয়ার জন্য মুমিনুলকে অস্ত্রোপচার করতে হচ্ছে। সে কারণে মরুশহর দুবাইয়ে যাচ্ছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সেই চোট নিয়েই অবশ্য ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৭ বলে ৫ রান করে দলকে জয়ের স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন। তবে এরপর জানা যায়, চোট সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে।

শেষ পর্যন্ত অস্ত্রোপচারেই সুস্থ হতে হবে মুমিনুলকে। সেজন্য টেস্ট অধিনায়ককে যেতে জচ্ছে মরুদেশের অভিজাত শহর দুবাইয়ে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, টাইগারদের বিপক্ষে খেলবে কমপক্ষে দুটি টেস্ট। টেস্ট সিরিজের আগে মুমিনুলকে পেতে মরিয়া চিকিৎসার ক্ষেত্রে বিলম্বে নারাজ।

তাই মুমিনুলকে মঙ্গলবারই (০৮ ডিসেম্বর) পাঠানো হবে দুবাইয়ে। সম্ভব হলে এদিনই হবে অস্ত্রোপচার, অর্থাৎ দুবাইয়ে পা রেখেই নেমে পড়তে হবে চিকিৎসার কাজে। চিকিৎসার জন্য মুমিনুলকে দুবাই যাত্রার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সংবাদমাধ্যমকে দেবাশীষ বলেন, ‘মুমিনুল যাচ্ছে আপাতত ভিসা সংক্রান্ত সব জটিলতা শেষ হয়েছে আমরা তাকে দুবাই পাঠাচ্ছি অপারেশনের জন্য। সব ঠিক থাকলে মঙ্গলবার সে দেশ ছাড়বে। অপারেশনের জন্য আমরা দেরি করবো না।’