বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকাভুক্ত হওয়ায় অধ্যাপক ড. মামুনকে ধামরাইয়ে জাবিয়ান কর্তৃক সংবর্ধনা

0
110

রনজিত কুমার পাল (বাবু), ধামরাই উপজেলা প্রতিনিধি: বিশ্বসেরা বিজ্ঞানী হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল- মামুন বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকাভুক্ত হওয়ায় দেশসেরা গবেষক ও পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল্লাহ আল- মামুন কে সংবর্ধনা দিয়েছে জাবিয়ান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এসোসিয়েশন অব ধামরাই)।

২৯শে নভেম্বর রবিবার বিকেলে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা মিড সান রেস্টুরেন্টে আয়োজিত এ’সংবর্ধনা অনুষ্ঠান মোঃ জাহিদ হাসান এর সভাপতিত্বে ও রেজওয়ানুর রহমানের সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাবির উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ভিডিও কলে বলেন- ড. আবদুল্লাহ আল- মামুন দেশের জন্য সুনাম অর্জন করেছেন।তিনি আমাদের গর্ব। তাহার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় জাবিয়ানদের ধন্যবাদ ও অধ্যাপক ড. আবদুল্লাহ আল- মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ’সময় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. মামুনের স্মৃতিচারণ করেন রুবেল আহমেদ, ফরহাদ হোসেন, শহীদুল্লাহ্ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বক্তারা বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় তালিকাভুক্ত হওয়ায় পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. আবদুল্লাহ আল- মামুনের কর্মের ভূয়সী প্রশংসা করেন।

এ’অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আশীষ কুমার মজুমদার, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ধামরাই সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, জাবি’র নবম ব্যাচের ছাত্র নুরুল হুদা, গোলাম কিবরিয়া, আলমগীর হোসেন, এইচ এম মোস্তফা, ইউসুফ হোসেন সহ জাবিয়ান অন্যান্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।