ভোক্তার পকেট খালি করে অতিরিক্ত মুনাফা লুটছেন সুন্দরগঞ্জের সবজি ব্যবসায়ীরা

0
102

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ,(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে পাইকারী বাজারে সবজিব দাম কমলেও খুচরা বাজারে দাম বেশি রাখছেন খুচরা ব্যবসায়ীরা। এতে করে ভোক্তাদের পকেট খালি হলেও অতিরিক্ত মুনাফা লুটছেন এসব ব্যবসায়ী।

বিগত সময়ে তিন দফা বন্যায় উপজেলায় সবজি চাষ মারাত্বকভাবে ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন ভোক্তারা। তারা ১ কেজির জায়গায় আড়াইশ গ্রাম বা আধা কেজি সবজি কিনে পরিবারের চাহিদা মিটাতেও হিমশিম খেয়েছিলেন। তবে বর্তমানে বাজারে সবজির সরবরাহ যথেষ্ট থাকায় দাম বেশ কমেছে। আর দাম কম হওয়ায় ভোক্তারা ফেলছেন স্বস্তির নিশ্বাস।

বুধবার সকালে পাইকারি বাজার ও বিকেলে খুচরা বাজার (পৌর বাজার ও মীরগঞ্জ বাজার) ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে প্রতিকেজি ফুল কপি ৩২ টাকা খুচরা বাজারে ৫০ টাকা, বাধা কপি প্রতিকেজি পাইকারি ২৫ টাকা খুচরা ৩৫ টাকা দরে বিক্রয় হচ্ছে। এছাড়া প্রতিকেজি বেগুন পাইকারি ১৫-২০ টাকা খুচরা বাজারে তা ৩০ টাকা। আলু প্রতিকেজি পাইকারি ৩৮-৪২ টাকা খুচরা বাজারে তা ৪৫-৫০ টাকা, প্রতিকেজি সিম পাইকারি ৩৮-৬০ টাকা খুচরা বাজারে ৫০-১০০ টাকা, মূলা প্রতিকেজি পাইকারি ৫ টাকা খুচরা ১০ টাকা দরে বিক্রয় হচ্ছে। কাচা মরিচ প্রতিকেজি পাইকারি ৬৫-৭০ টাকা খুচরা ৮০ টাকা, পেঁয়াজ পাইকারি প্রতিকেজি ৭০ টাকা খুচরা বাজারে ৮০ টাকা, আদা প্রতিকেজি পাইকারি ১০০টাকা এবং খুচরা বাজারে ২০০ টাকা এবং ধনেপাতা প্রতিকেজি ২৫ টাকা পাইকারি বিক্রয় হলেও খুচরা বাজারে তা ১০০ টাকা দরে বিক্রয় হচ্ছে

পাইকারী বাজারে দাম বেশ কম হলেও খুচরা বাজারে দাম বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা। বাজার সম্পর্কে ভোক্তাদের অজ্ঞতা ও নিয়মিত মনিটরিংয়ের অভাবে সবজির দাম বেশি রাখছেন বলে ধারণা করছেন সচেতন মানুষ। পাইকারি বাজারে দাম কম হলেও এভাবে খুচরা বাজারে অতিরিক্ত দাম নেয়ায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।