সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে

0
112

আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। দেশের মানুষের ভাগ্য বদল করেছে। এরপরও সরকারকে বেকায়দায় ফেলতে কিছু কুচক্রি মহল দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলাচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে কাদের এ কথা জানান। একই ব্যক্তি একাধিক পদে থাকতে পারবেন না এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগামী দু-একদিনের মধ্যে দলের উপ-কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন

তিনি বলেন, মহানগরসহ সহযোগী সংগঠন গুলোতেও যদি কোনো ব্যক্তি সদস্য পদেও থাকেন তাহলে তিনি সাব-কমিটিতে থাকতে পারবেন না। ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্ব করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। আমাদের এখনই আরও বেশি সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্দেশনা দিয়েছেন। সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, এর কোনো ব্যত্যয় ঘটনো যাবে না।

তিনি বলেন, আমরা দলীয়ভাবে সচেতনতা কার্যক্রম চালাব। আমি আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছি। মহানগর-জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ইউনিটগুলো সচেতনতা কার্যক্রম চালাবে। ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল, মির্জা আজম প্রমুখ।