খুলনায় মাস্ক না পরায় ৬৩ মামলা-অর্থদন্ড, আটক ৪৩

0
77

আহছানুল আমীন জর্জ, খুলনা : ১৮ নভেম্বর বুধবার খুলনায় মাস্ক না পরায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬৩ মামলায় ২৬ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ৪৩ জনকে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে দৌলতপুর বাজারসহ খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, দেবাশীষ বসাক এবং শারমিন জাহান লুনা। এছাড়া খুলনার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দরিদ্র মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় এবং যথাযথভাবে মাস্ক পরিধান না করায় ৪৩ জনকে আটক করা হয় এবং মাস্ক পরিধান না করার দায়ে ৬৩ জনকে মোট ২৬ পাঁচশ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ – এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।