মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

0
88

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মোহনপুরে ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে রবি, খরিপ মৌসূমে প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম ভূট্টা, বিটি, বেগুন, মুগ, তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়।

আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী মোল্লা, কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কর্মচারীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করে কৃষি উপজেলা ৬টি ইউনিয়ন, ১ টি পৌর সভায় ৫ হাজার জন কৃষদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান।