মোংলায় কালবৈশাখীর ছোবলে অর্ধশত কাঁচা-পাকা ঘর বাড়ি বিধ্বস্ত

0
119

মোঃ সোহেল, মোংলা প্রতিনিধিঃ মোংলায় হঠাৎ কালবৈশাখীর ছোবলে প্রায় ৫০টি কাঁচা-পাকা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে আকস্মিক এ কালবৈশাখীর তান্ডবে উপছে পড়েছে অসংখ্য গাছ পালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমী ফসলের। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জমান জানান, কালবৈশাখীর ঝড়ে মোংলার মিঠাখালী, চাঁদপাই, চিলা ও সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর সাড়ে ৫টার দিকে কিছু বুঝে উঠার আগেই হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপি এ ঝড়ে মোংলা উপজেলার সকল ইউনিয়নে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তান্ডবে ইউনিয়ন গুলোতে উপছে পরেছে বেশ কিছু গাছপালা।

এ সময় ক্ষতি হয়েছে মাছের ঘের ও ফসলের। মিঠাখালী ইউনিয়নে বায়েজিত হোসেন নামের এক সংবাদকমর্ীর বসত ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়েছে। উড়িয়ে নিয়ে ঘরের সকল মালামাল ও আসবাব পত্র।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবার হোসনের জানান, উপজেলার পশুর নদীর পারে অবস্থিত চিলা ইউনিয়ন। সেখানে নদীর পার লাগোয়া শতাধিক কাচা ঘর রয়েছে। ভোর রাতে সেহেরী খাবার পর মানুষ ঘুমিয়ে ছিল, হঠাৎ কাল বৈশাখী ঝড়ে তাদের ঘরের চালা ও আসবাব পত্র উড়িয়ে নিয়ে যায়। তবে কোন মানুষ হতাহতের খবর পাওয়া যায়নী। প্রাথমিকভাবে ৫০ টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে পুরো ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।