যে অঙ্গরাজ্যগুলোর ফলের অপেক্ষায় বিশ্ব

0
98

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কিছু রাজ্য থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে ইলেক্ট্রোরাল কলেজের ভোটের হিসাবে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় জো বাইডেন কিছুটা এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সুইং স্টেটের ভোট নিয়েই চিন্তায় রয়েছেন দুই প্রার্থী।

সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে। তাতে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেক্টোরল কলেজ ফলের অপেক্ষা সেগুলো হল, আলাস্কা (৩), নেভাদা (৬), উইসকনসিন (১০), মিশিগান (১৬), পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলিয়া (১৫) ও জর্জিয়া (১৬)। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এদিকেই তাকিয়ে আছে বিশ্ব।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হবে।

এদিকে, ৫৫ ইলেক্ট্রোরাল কলেজ ভোটের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় জিতেছেন বাইডেন। আর ২৯ ইলেক্ট্রোরাল ভোটে ফ্লোরিডায় জিতেছেন ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসিতেও জয় পেয়েছেন বাইডেন।