চারঘাটে জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত

0
77

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানসহ চার নেতাকে আজকের এই দিনে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতাশ সারাদেশের ন্যায় চারঘাটে যথাযোগ্য মর্যাদায় ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

চারঘাট পৌর আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাম্ভাব্য মেয়র পদ প্রার্থী একরামুল হকের সঞ্চালনায় পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্বরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, চারঘাট এমএ হাদী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার, সাধারন সম্পাদক রায়হানুল হক রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় চার নেতা ১৯৬০-এর দশক থেকেই বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহকর্মী হয়ে উঠেন। মুক্তিযুদ্ধের প্রধান বাহন আওয়ামী লীগের হাই কমান্ডের সদস্য হন তাঁরা। তাঁদের বেসামরিক নেতৃত্বেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সফল হয়, সৃষ্ট হয় বাংলাদেশ নামক জাতি-রাষ্ট্র। বঙ্গবন্ধুর হত্যার ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মূল নেতৃত্বকে বিনাশ করাই ছিলো তাঁদেরকে হত্যার কারণ। শহীদ চার নেতা হলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান।

সবশেষে জাতীয় চার নেতাসহ শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।