রাবিতে জেলহত্যা দিবস পালিত

0
93

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন জাতীয় জেলহত্যা দিবস পালন করেছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় নেতা এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুষ্পমাল্য অপর্ণের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমানসহ প্রশাসনের ঊর্ধতন কমকর্তা ও বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময় তারা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।