“বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল” এর নির্বাচন কমিশন গঠন

0
107

মোঃ কবির মোল্লা, কানাডা ব্যুরোঃ বাংলাদেশ থেকে দুরে, দেশের কৃষ্টি ও সংস্কৃতির সাথে আছে মিসে, কানাডার বরফ ঘেরা দেশে বাঙালি হৃদয়ে একটি সংগঠন “বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল”। নর্থ আমেরিকার জনপ্রিয় ঐতিহ্যবাহী এই সংগঠনটি গঠিত হয়েছে 1997 সালে, মন্ট্রিয়লের কয়েকজন সুপরিচিত বাংলাদেশি কানাডিয়ানের অক্লান্ত পরিশ্রমে।

বিদেশের মাটিতে দেশীয় কৃষ্টি ও কালচার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কখনো কখনো দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে নামী দামী তারকা শিল্পী। বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান করে থাকে বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব মন্ট্রিয়ল।

বৈশ্বিক মহামারীতে সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকলেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
একটি নতুন কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার নিমিত্তে কখনো সাধারণ সভা কখনো কার্যনির্বাহী কমিটির সভা আবার ভার্চুয়াল সভার মাধ্যমে নিম্নোক্ত সদস্যেদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

1.নাহিদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার।
2.গাজী কামরুল হাসান, নির্বাচন কমিশনার।
3.মারিফুর রহমান, নির্বাচন কমিশনার ।
4.কামাল হোসেন, নির্বাচন কমিশনার ।
5.হাসান জাহীদ কমল, নির্বাচন কমিশনার।

শীঘ্রই পূর্ণাঙ্গ নতুন কমিটি আসছে, সভাপতি, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সম্পাদক ও কোষাধ্যক্ষ কে হচ্ছে এই নিয়ে ব্যপক জল্পনা কল্পনা আলোচনা হচ্ছে।