সিরিজ বাঁচাতে জিম্বাবুয়ের পুঁজি ২০৬

0
85

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২০৬ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। সিরিজ বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয়ের কোনো বিকল্প নেই। প্রথম ম্যাচে তারা ২৬ রানে হেরেছিল। রবিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন শন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন গত ম্যাচে সেঞ্চুরি করা ব্রেন্ডন টেইলর। ওপেনার ব্রায়ান চারি করেন ২৫ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে স্পিনার ইফতিখার আহমেদ ১০ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ মুসা ২টি, ফাহিম আশরাফ ১টি, ইমাদ ওয়াসিম ১টি ও হারিস রউফ ১টি করে উইকেট শিকার করেন। করোনার পর দ্বিতীয় দেশ হিসেবে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করেছে পাকিস্তান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তান এই সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।