বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষক লীগের নতুন কমিটির শ্রদ্ধা

0
88

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আজ ২৭ অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পাঞ্জলী অর্পণের পর কৃষক লীগের নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান।

গত ১৯ অক্টোবর ২০২০ সোমবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটির চিঠি সংগঠনটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির হাতে হস্তান্তর করা হয়। তাদের কাছে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ২৫(৭) ধরা মোতাবেক কৃষক লীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। সভাপতি শেখ হাসিনার সাথে পরামর্শক্রমে কৃষক লীগের নব নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা আপনাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। এতে আরও বলা হয়, নব নির্বাচিত সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জাতীয় কৃষক লীগকে আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী করবেন। গত বছরের ১৬ নভেম্বর কৃষক লীগের ১০ সম্মেলনে সভাপতি কৃসিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নির্বাচিত হন।

সহ-সভাপতি-শরীফ আশরাফ আলী, মোহাম্মদ মাহবুব উল আলম, শেখ মোঃ জাহাঙ্গীর আলম, আশা লতা বৈদ্য, এস এম আকবর আলী চৌধুরী, হোসনে আরা, আব্দুল ওয়াদুদ, আব্দুল লতিফ তারিন, আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী, কৃষিবিদ ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, বি এম জয়নাল আবেদীন, এম এ মালেক, মোঃ আবুল হোসেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন, এডভোকেট মোঃ রেজাউল করিম ও মোঃ মকসুদুর ইসলাম। যুগ্মসাধারণ সম্পাদক-কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার ও একেএম আজম খান।

সাংগঠনিক সম্পাদক-অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব, কৃষিবিদ ডক্টর হাবিবুর রহমান মোল্লা, সৈয়দ সাগির উজ্জামান, শাকিলুর রহমান রানা, নূরে আলম সিদ্দিকী হক ও অধ্যাপক মোঃ নাজমুল হক পানু। অর্থ সম্পাদক, মোহাম্মদ নাসির মিয়া। আন্তর্জাতিক সম্পাদক, মোঃ জিয়াউল হক নাসির। আইন বিষয়ক সম্পাদক, জহির উদ্দিন মিলন। প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ফারুক আহমেদ। দপ্তর সম্পাদক রেজাউল করিম। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা। সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব। কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মিয়াজী। মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামসুদ্দিন আজাদ। কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজমল হোসেন। কৃষিঋন ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক আরিফ আনাম। পানি সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আবদুর রাশেদ খান, ভূমি বিষয়ক সম্পাদক এফতেখার হোসেন দুলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক রুমানা আলী টুসি এমপি, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডঃ উম্মে হাবিবা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম (খোকা পাটোয়ারী), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা: হালিমা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন আলমগীর, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আলফাজ উদ্দিন, ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক মোঃ ইসাহাক আলী সরকার, সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ রাবেয়া বেগম, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-দফতর বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা চৌধুরী, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ কামরুল ইসলাম, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এডঃ শেখ জামাল হোসেন

এবং কার্যকারী কমিটির সদ্যস্য- এডঃ মিসেস ফিরোজা চৌধুরী, মোঃ কামাল উদ্দিন মোল্লা, মিয়া আবদুর রহিম, সৈয়দ কবিরুল আলম (মাও), এডঃ মোশারফ হোসেন, শাহ নিজাম উদ্দিন , রেজাউল করিম, বাবু নির্মল পাল, কেশব রঞ্জন সরকার, এ.কে.এম করম আলী, সরকার আলাউদ্দিন, সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, আলহাজ্ব মোঃ আব্দুস সালাম বাবু, মোঃ মহসীন মাখন, এ.কে.এম জাহাঙ্গীর, প্রান কৃষ্ণ দত্ত, সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ, এডঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন (দিলু), মোঃ জাহিদ হয়সেন, মোঃ শাহজাহান আলী, মোঃ রবিউল আলম বাবু , কৃষিবিদ ডাঃ কমল কান্তি মজুমদার, মোঃ তৌফিকুল ইসলাম তৌফিক, মিসেস মাহফুজা সুলতানা, শাহজাহান মুন্সী, এডঃ আলমাস খান, পার্থ সারথী দত্ত, মোঃ গোলাম মোস্তফা, মোঃ সিরাজুল ইসলাম, আনোয়ার হোসেন বাচ্চু, খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আরমানুল হক (পার্থ), মোঃ আবুল খায়ের নাঈম, কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ আতিকুর রহমান লিটন, সান্তনা চাকমা, মশিউর রহমান ইলিয়াস শরীফ, মোঃ আখতারুজ্জামান শিপন, আবু জাফর জাকিউদ্দিন আহমদ মিন্টু, এম. এ. মমিন মজা, এডঃ তাহমিনা তাহেরিন মুন, মোঃ তসলিম সিকদার, ইকবাল হোসেন, শ্যামল রায়, এডঃ মিজানুর রহমান সিকদার, আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রেজা, মোঃ নজরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী।

১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।