রাবির ভর্তি পরীক্ষাও হবে সশরীরে

0
87

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আগের নিয়মেই ভর্তিচ্ছুদের উপস্থিতিতে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি জানান, রাবির ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সশরীরে অংশগ্রহণ করতে হবে। কবে নাগাদ পরীক্ষা হবে, কি পদ্ধতিতে হবে, কত নাম্বারে হবে, দ্বিতীয়বার সুযোগ থাকবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।