বীরগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বস্ত্র দান ও মাস্ক বিতরণ

0
95

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সুজালপুর সনাতন ধর্মাঙ্গন সার্বজনীয় দুর্গাপুজা কমিটি কালিবাড়ীর আয়োজনে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বস্ত্র দান ও মাস্ক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার ২৫ অক্টোবর সন্ধ্যা সাত ঘটিকায় শ্রী দেবাশিষ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য এম.পি. মনোরঞ্জন শীল গোপাল।

তিনি তার বক্তব্যে বলেন দুর্গাপুজা এখন দেশের একটি সার্বজনীয় উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকৃষ্ট উদাহারন। তাই সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বীরগঞ্জ উপজেলার শাখার সাধারন সম্পাদক শ্রী দিপংকর রাহা বাপ্পী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার শাখার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ন সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান আয়সা আক্তার বৃষ্টি, রঞ্জিত সরকার রাজ, জিয়াউর রহমান জিয়া, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর মতিন প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথী দুইশত জন গরীব ও দুস্তদের মাঝে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবী ও মাস্ক বিতরন করেন।