ফ্রান্সে মহানবী ( সাঃ) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধনের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড

0
96

খুলনা প্রতিনিধি : ২৬ অক্টোবর সোমবার খুলনা মহানগরীর বাবরী চত্বরে জাতীয় মুফাস্বির পরিষদের উদ্যোগে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন করতে গেলে অনুমতি না থাকায় পুলিশের বাঁধায় সেটি পন্ড হয়ে যায়। সোমবার (২৬ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় পরিষদের নেতৃবৃন্দ মানববন্ধনে দাঁড়ালে কিছুক্ষণ পর পুলিশ এসে বাঁধা দেয়। এসময় মানববন্ধনের জন্য অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে উঠে যাওয়ার অনুরোধ করেন। পরে তারা ব্যানার গুটিয়ে চলে যান।

পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে মুফাস্বির পরিষদের খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলেমে দ্বীন মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান ও বিভাগীয় সেক্রেটারী মাওলানা গোলজার হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান জিহাদী, মোল্লা হুসাইন বিন আমজাদ, মাওলানা গাজী আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা দেলোয়ার হুসাইন ইউসুফী, মাওলানা মুহাঃ এনায়েত উল্যাহ শেখ, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা খায়রুল ইসলাম নোমানী, হাফেজ মাওলানা ফিরোজ হুসাইন, মাওলানা আনিসুজ্জামান, মাওলানা নূর সাঈদ জালালী, অধ্যাপক মাওলানা জাফর সাদিক, মাওলানা ইব্রাহীম খলিল প্রমূখ।