১০ টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামীদের নমুনা পরীক্ষার অনুমতি

0
90

১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশগামী বাংলাদেশিদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৬টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে ১৬টি সরকারি প্রতিষ্ঠানকে শুধু এ অনুমতি দেয়া হয়েছিল।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ প্রতিষ্ঠানগুলো হল- আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআর,বি), মহাখালী, ঢাকা; ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, সোবহানবাগ, ঢাকা; ল্যাবএইড লি. ধানমণ্ডি ঢাকা; ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালী, ঢাকা; আইদেশী, মহাখালী, ঢাকা; পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমণ্ডি, ঢাকা; স্কয়ার হাসপাতাল, পান্থপথ, ঢাকা; এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা, ঢাকা; প্রাভা ডায়াগনস্টিক, বনানী, ঢাকা এবং ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি এই ল্যাবগুলোর আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত থাকার সনদ দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে প্রদর্শন করে বিদেশে যাওয়া যাবে।